গঙ্গাজলঘাটি, বাঁকুড়া: ইতিমধ্যেই চাকরি হারিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মী। যা বর্তমানে বহুল চর্চিত বিষয় হয়ে উঠেছে। চাকরি হারাদের দাবি মেনে যোগ্য - অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরির তোড়জোড়ও শুরু হয়েছে বলে খবর। চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্য তৃণমূল। সিপিআইএম এবং বিজেপির চক্রান্তের ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছে এই অভিযোগ তুলে এরই প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল, প্রতিবাদ সভা। সেইমতো গঙ্গাজলঘাটি ব্লক ১ তৃণমূল যুব কংগ্রেস এবং গঙ্গাজলঘাটি ব্লক ছাত্র পরিষদের সৌজন্যে শুক্রবার বিকেলে একটি ধিক্কার মিছিল এবং জন সমাবেশের আয়োজন করা হয়। এদিন গঙ্গাজলঘাটি নামো আটচালা থেকে এই ধিক্কার মিছিলটি শুরু হয় এবং গঙ্গাজলঘাটি বাজার পরিক্রমা করে গঙ্গাজলঘাটি থানাগোড়ায় শেষ হয়। সেখানে তারা একটি জনসভারও আয়োজন করে।

এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বড়জোড়া বিধানসভার বিধায়ক অলক মুখার্জি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ সিনহা, গঙ্গাজলঘাটি অঞ্চল সভাপতি শুভজিৎ সিনহা, গঙ্গাজলঘাটি ব্লক ১ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর মন্ডলসহ তৃণমূলের দলীয় কর্মীবৃন্দরা।
0 মন্তব্যসমূহ