B.K.D News digital

6/recent/ticker-posts

শ্রীচন্দ্রপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ১

 

গঙ্গাজলঘাটি, বাঁকুড়া: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, আহত আরও ১। শুক্রবার ঘটনাটি ঘটে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির  শ্রীচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাছে।

স্থানীয় জানাযায়, এদিন  দুপুর ২ টা নাগাদ একটি বাইকে করে দুইজন যুবক দুর্লভপুর দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল, সেই সময় শ্রীচন্দ্রপুরে উল্টো দিক থেকে আসা একটি গ্যাসের টাংকি বোঝাই গাড়ি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় বাইক চালকসহ বাইক আরোহী। এই ঘটনায় উত্তেজিত জনতা দুর্লভপুর-দুর্গাপুর রাজ্যসড়ক অবরুদ্ধ করে রাখে। ঘটনাস্থলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।পুলিশ আহত ওই দুই যুবককে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে গুরুতর জখম এক যুবক  গঙ্গাজলঘাটি থানার দুবেরডাঙ্গা গ্রামের বাসিন্দা নাম নাবিক বাদ্যকর। অপরজনের নাম জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী নাবিক বাদ্যকরের অবস্থার অবনতি হলে  তার মৃত্যু ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ