B.K.D News digital

6/recent/ticker-posts

পঞ্চায়েত অফিসে চুরির ঘটনার সি সি টিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবীতে বাঁকুড়ায় বিক্ষোভ বিজেপির

 


বাঁকুড়াঃ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চুরির ঘটনার তদন্ত ও ওই দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবিতে বাঁকুড়ার হীড়বাঁধ গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ বিজেপির। বুধবার ওই দলের নেতা কর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রধানের হাতে দাবিপত্র তুলে দেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, চলতি আর্থিক বছরের শেষ মাসে 'অডিট' । আর এই অডিট এড়াতেই সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। পঞ্চায়েতের তালা ভাঙ্গা, কি কি কাগজপত্র খোয়া গেছে, কারা ওই ঘটনায় জড়িত ও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।



বিজেপির দাবি মানতে নারাজ তৃণমূল। দলের হীড়বাঁধ ব্লক সভাপতি ধীরেন্দ্র নাথ মাঝি বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। আর চোর কোন দিন তারিখ দেখে চুরি করেনা বলেও তিনি দাবি করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ