মালদা: ছাগলকে ধর্ষণের অভিযোগ, ছাগলকে সঙ্গে নিয়েই অভিযোগ জানাতে থানায় হাজির ছাগল মালিক । ছাগল মালিকের পরিবারকে মারধরেরও অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে ।
ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতেনাতে ধরা। ঘটনা জানাজানি হতেই মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের লোককে মারধর। আহত চার। ছাগলকে নিয়েই থানায় ছুটলেন মালিক।মালদা জেলার হরিশ্চন্দ্র পুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরোল বাজারের ঘটনা।অভিযোগ একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে।কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না।তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাড়িয়ে যান। তারপর দেখতে পান স্থানীয় এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। ছাগল মালিক কে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় এসে ছাগল মালিক এবং তার পরিবারের উপর চড়াও হয়। ব্যাপক মারধর করে বলে অভিযোগ। চারজন আহত হয়।আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে ছাগলকে নিয়েই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মালিক। এই ধরনের ঘটনা সামনে আসতে তাজ্জব সকলে। কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেন নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



0 মন্তব্যসমূহ