গঙ্গাজলঘাটি, বাঁকুড়া:সাতসকালে পথ দুর্ঘটনা গঙ্গাজলঘাটির কলগোড়ায়। স্থানীয় সূত্রে জানাযায়,রবিবার সকালে একটি ২০ চাকা বিশিষ্ট গাড়ি দুর্লভপুর দিক থেকে বড়জোড়া অভিমুখে রওনা দেওয়ার সময় গঙ্গাজলঘাটির কলগোড়া বড় বাঁধের কাছে আসতেই
অপর দিক থেকে আসা একটি ১৬ চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ১৬ চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কলগাড়ার বড়বাঁধের জলে নেমে যায়। এবং বাঁধে নামার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে পিষে দেয় ১৬ চাকা গাড়িটি। এবং ২০ চাকা গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।ঘটনায় কেউ নিহত না হলেও ২০ চাকা গাড়িটির চালক গুরুতরভাবে আহত হয়, এবং অপর গাড়িটির চালাকও আহত হয় বলে জানাগেছে।
ঘটনাস্থলে আসে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

0 মন্তব্যসমূহ