B.K.D News digital

6/recent/ticker-posts

সাগরদীঘিতে গাঁজাসহ গ্রেফতার ৫, উদ্ধার ১০ কেজিরও বেশি গাঁজা

 


মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সাগরদীঘিতে গাঁজা সহ গ্রেপ্তার এক মহিলা সহ পাঁচ জন।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১০কেজি ২০০ গ্রাম গাঁজা।ধৃতদের নাম মাধব মন্ডল  ,জাকির সেখ,,আজারুল সেখ,মনিরুল সেখ ও ছায়া বিবি।ধৃতরা সাগরদীঘি থানা এলাকার বাসিন্দা।


পুলিশ সূত্রে খবর, বুধবার ধৃতরা সাগরদীঘির দিক থেকে টোটোতে করে গাঁজা নিয়ে নবগ্রামের দিকে যাচ্ছিলো।সাগরদীঘি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাগরদীঘির কানিদিঘী বাসস্ট্যান্ড এলাকায় টোটো আটকে তল্লাশি চালায়।তল্লাশি চালাতেই ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।এক মহিলা সহ পাঁচ জনকে গ্রেপ্তার করে।জানা যায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য।  আজই ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতে আবেদন রেখে বহরমপুরে এনডিপিএস আদালতে পাঠানো হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ