B.K.D News digital

6/recent/ticker-posts

খাঁচা বন্দী হল লেপার্ড, ভয়মুক্তি ঘটল চা বাগানের শ্রমিকদের


আলিপুরদুয়ার : দীর্ঘ প্রতীক্ষার অবসান,অবশেষে ডুয়ার্সের দলগাঁও চা বাগান থেকে খাঁচাবন্দী হল লেপার্ড। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সেকশনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় একটি পূর্ণবয়স্ক লেপার্ডটি। ঘটনাস্থলে আসে  বনদফতরের আধিকারিক ও বনকর্মীরা এবং তারা খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়।স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে চা বাগানে লেপার্ডের আতঙ্ক যেন পিছু ছাড়ছিল না। সম্প্রতি চা বাগানের কাজ করার সময় লেপার্ডের আক্রমণে দুজন শ্রমিক মহিলা গুরুতর ভাবে আহত হয়েছেন। প্রায় প্রতিনিয়ত বাগানে ঘটছে লেপার্ডের আক্রমণের ঘটনা। ঘটনার পর খুবই আতঙ্কে কাজ করতেন শ্রমিকরা। ‌পরে লেপার্ডকে বাগে আনতে শেষমেষ চা বাগানে খাঁচা পাতে বনদপ্তর। সেই খাঁচায় আজ স সকালে খাঁচাবন্দি হয় লেপর্ডটি। এদিন বন দফতরের পাতা খাঁচায় বাগানে খাঁচাবন্দি লেপার্ডটিকে দেখে বনদফতরকে খবর দেন স্থানীয়রা।খবর পেয়ে বনদপ্তরের আধিকারিক ও বনকর্মীরা পৌঁছে লেপার্ডটিকে উদ্ধার করে। লেপার্ডটি খাঁচাবন্দি হওয়ায় চা বাগানে শ্রমিকরা আপাতত স্বস্তিতে।



ভিডিওভিডিও



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ