B.K.D News digital

6/recent/ticker-posts

হকার উচ্ছেদ বন্ধ করতে বিক্ষোভে সামিল হরিপালের বিধায়ক



হরিপাল:  হরিপাল স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকার হকারদের উচ্ছেদ করতে এসে প্রবল প্রতিরোধের মুখে পড়ে পিছুহঠল রেল পুলিশের বিশাল বাহিনী। বার বার নোটিস দেওয়ার পর বুধবার হরিপাল স্টেশন ও তৎসংলগ্ন এলাকায় হকারদের উচ্ছেদ করতে আসে রেল পুলিশের বিশাল বাহিনী। এরই প্রতিবাদে হরিপালের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডাঃ করবী মান্নার নেতৃত্বে এলাকার হকারদের পরিবারের লোকজন এবং দলীয় কর্মীদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসে পড়েন। বিধায়কসহ মানুষের বিক্ষভের মুখে পড়তে হয় রেল পুলিশকে।শেষমেশ বিফল হয়েই রেল পুলিশকে ফিরতে হয়। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ