B.K.D News digital

6/recent/ticker-posts

মন্ত্রীর হাত ধরে দক্ষিণদিনাজ পুরের বুনিয়াদপুরে চালু হল রিটেল মার্কেট

দক্ষিণ দিনাজপুর: রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে বুনিয়াদ পুরে নির্মাণ হয়েছে রিটেল মার্কেট কমপ্লেক্স, সোমবার থেকে সেই মার্কেটে চালু করা হয় নিত্যদিনের সবজি বাজার। তবে বাজারে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মাছ ব্যবসায়ী কিংবা মাংসের ব্যবসায়ীদের জন্যে মন্ত্রী বিপ্লব মিত্রের নির্দেশে বুনিয়াদপুর পৌরসভার প্রচেষ্টায় পৌর প্রশাসক কমল সরকারের উদ্যোগে বুনিয়াদ পুর রিটেল মার্কেট কমপ্লেক্সের সংলগ্ন জায়গায় পুনঃনির্মাণ হতে চলেছে মাছের বাজার। 

সোমবার দীর্ঘ প্রতীক্ষিত আরএমসি যারা নির্মিত বুনিয়াদপুর রিটেল মার্কেট কমপ্লেক্স অর্থাৎ খুচরো বাজারের পথচলা শুরু হয়.. তবে সেই মার্কেটে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মাছ এবং মাংস ব্যবসায়ীদের জন্য বুনিয়াদ পুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকারের উদ্যোগে রিটেল মার্কেট কমপ্লেক্স সংলগ্ন জায়গায় পুনঃনির্মাণ হতে চলেছে বুনিয়াদ পুরের পৌর এলাকার মাছের বাজার... আর পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক মহল। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ