B.K.D News digital

6/recent/ticker-posts

সূচনা হল দক্ষিণ দিনাজপুর জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপের।

জয়দীপ মিত্র,দক্ষিণ দিনাজপুর:

আজ ২৯শে মার্চ শনিবার দুপুরে বালুরঘাটে মৈত্রীচক্র ক্লাবের ব্যবস্থাপনায় ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সূচনা হল দক্ষিণ দিনাজপুর জেলা ভলিবলচ্যাম্পিয়নশিপ২০২৪-২০১৫।  আজ দুপুরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই ভলিবল চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সুদীপ দাস, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি বিপ্লব দেব, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকারী কমিটির সদস্য গৌতম গোস্বামী, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইন্দ্রজিৎ ভৌমিক, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ভলিবল সম্পাদক অরিন্দম ঘোষ, মৈত্রীচক্র ক্লাবের অন্যতম সদস্য সম্বিত ফনী প্রমুখ ব্যক্তিরা। উল্লেখ্য চারজন জাতীয়স্তরের খেলোয়াড় বিভিন্ন দল থেকে এই চ্যাম্পিয়নশিপে খেলছে। বালুরঘাটের মৈত্রীচক্র ক্লাব প্রাঙ্গণে ও কবিতীর্থ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপে জেলার চৌদ্দটি পুরুষ দল ও সাতটি মহিলা দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার - এ দল এবং অভিযাত্রী ক্লাব পরস্পরের বিরুদ্ধে অংশগ্রহণ করে। এই চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা মিলে মোট তিনশো পনেরো জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। মোট পঁয়ত্রিশটি ম্যাচ এই চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মৈত্রীচক্র ক্লাব কর্তৃপক্ষ।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ