বড়জোড়া, বাঁকুড়া: প্রাক্তন সেভিক ভলেন্টিয়ারের পরিবারে দারিদ্রতার ছাপ, অবসরের পর কর্মহীন ৬০ বছরের এই ব্যক্তি।আমরা সেভিক ভলেন্টিয়ার এর নিয়ে হামেশাই বদনাম শুনে থাকি, অভিযোগ শুনে থাকি তাদের নামে, তবে জানেন কি কিভাবে চলে তাদের সংসার এবং কোন পরিস্থিতির মধ্যে বসবাস করে তারা?
চলুন আজ এক সেভিক ভলেন্টিয়ার এর কথা তুলে ধরি আপনাদের কাছে। যিনি হাতে গোনা এই কিছু মাস হল কর্ম জীবন থেকে অবসর নিয়েছেন।
রোদ, জল, ঝড় কে উপেক্ষা করে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি তবে তার কি অবস্থা এখন, কেমন রয়েছেন আশিষ মুখার্জি।
বাঁকুড়ার বড়জোড়া ট্রাফিক দায়িত্বে কর্মরত ছিলেন গোপালপুরের বাসিন্দা আশিষ মুখার্জি, তিনি জানান ২০১৮ সালে সিভিক ভলেন্টিয়ার হিসেবে যোগদান করেছিলেন তিনি। গত ৬বছর ৩মাস কাজও করেছেন তিনি, কিন্তু ৬০ বছর বয়স হতেই ছাড়তে হলো সিভিক ভলেন্টিয়ার এর কাজ। আর তাতেই সমস্যা,পুরো পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে আশিষবাবুকে। বয়স্ক আসিস মুখার্জির বাড়িতে রয়েছে এক বিকলাঙ্গ ভাই এক ছেলে ও তার স্ত্রী।
আশীষ মুখার্জির স্ত্রী বাড়িতে একটি সেলাই মেশিন নিয়ে কোনরকম সেলাইয়ের কাজ করে সংসার চালাতে স্বামীকে সাহায্য করেন।কাকার বাড়িতে তাদের বসবাস সেই বাড়িও এখন ফাটল ধরেছে কোথাও কোথাও আবার ছেড়ে পড়ছে ছাদ।
এমতাবস্থায় শুধু একটু সরকারি সাহায্য পাওয়ার আশায় দিন গুনছেন প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার আশিষবাবু।



0 মন্তব্যসমূহ