B.K.D News digital

6/recent/ticker-posts

মায়ের পা ৪ টি হলেও ছেলের পা ৩টি! বাঁকুড়ায় দেখা গেল ব্যতিক্রমী বাছুর


 গঙ্গাজলঘাটি, বাঁকুড়া ঃ গরু চতুষ্পদী প্রাণী হলেও বাছুর হল ত্রিপদী, অর্থাৎ একটি বাছুরের তিনটি পা! কি শুনতে অবাক লাগছে? হ্যাঁ অবাক লাগলেও এটাই সত্য। এমনটাই ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির কেশিয়াড়ার জামবেদিয়া গ্রামে। আর এই অদ্ভুত দর্শন বাছুরকে দেখতে যেন চাঁদের হাট বসেছে জামবেদিয়ার দীপক গরাই এর বাড়িতে। 


জানা যায়, রবিবার রাত্রে দীপক বাবুর বাড়িতে একটি গরু বাচ্চা দেয়। তখন দেখা যায় নবাগত বছুরটির তিনটি পা রয়েছে, অর্থাৎ পিছনে দুটি পা এবং সামনে রয়েছে একটি পা। আর এই বাচ্চা দেখে অবাক দীপক বাবুসহ পরিবারের সবাই। সোমবার সকাল হলে ঘটনার খবর জানাজানি হতেই, এই তিনপেয়ে বাছুর দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা সহ আশেপাশের এলাকার মানুষজন। আর এই ত্রিপদী বাছুরকে নিয়ে চরম কৌতুহল ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। তবে এ ধরনের ঘটনা ব্যতিক্রমী বলে অনেকেই মনে করছেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ