বাঁকুড়া: বাঁকুড়ার বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখন যেন এলাকার ড্রাম্পিং গ্রাউন্ডে পরিনত হয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রের প্রবেশ পথের দুপাশে নোংরা আবর্জনার স্তূপ দেখলে এমনটায় মনে হবে। স্থানীয় দোকানদারদের ফেলে দেওয়া চায়ের কাপ, পলিথিন, প্লাস্টিক স্তূপাকারে হাসপাতালের গেটের দুপাশে জমা হয়ে রয়েছে। ফলে হাসপাতাল চত্বরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ চিকিৎসা করাতে আসা রোগীসহ তাদের আত্মীয় পরিজনদের। এলাকার হাজার হাজার মানুষের চিকিতসা পরিষেবা দেওয়া হাসপাতালের এমন হাল দেখলে মনেই হবে প্রশাসনের নজরদারির কতটা অভাব আর এক শ্রেনীর মানুষের মধ্যেও কতটা সচেতনতার অভাব। এইভাবে দিন দিন একটা হাসপাতাল কিভাবে নোংরা আবর্জনার স্তূপে পরিনত হয়ে যাচ্ছে !সেটা কারও নজরে নেই কেন? সেই প্রশ্ন তুলছেন অনেকেই। একদিকে চিকিতসা চলছে আর একদিকে দুর্গন্ধময় পরিবেশ। হাসপাতালের এই অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে মুখ খুলেছেন চিকিতসা করাতে আসা রোগী থেকে রোগীর আত্মীয় ও স্থানীয় মানুষজন।
বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের দাবি, পঞ্চায়েতের থেকে পরিষ্কার করানো হয়েছে একাধিকবার। ব্যবসাদারা সচেতন হলে এই অবস্থা হতোনা। পাশাপাশি তিনি পরিষ্কার করানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
এ নিয়ে বড়জোড়া বিধানসভার বিধায়ক মানুষের অসচেতনতাকেই দায়ী করেছেন।
অপরদিকে সিপিআইএম এবং বিজেপি রাজ্য সরকারের সদিচ্ছার অভাবকেই দায়ী করেছে।



0 মন্তব্যসমূহ