B.K.D News digital

6/recent/ticker-posts

ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের বিক্ষোভ মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ পথগুলিতে


গঙ্গাজলঘাটি, বাঁকুড়া: ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই কৃষকদের বিক্ষোভ বাঁকুড়ার গঙ্গাজলঘাটির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি গেটেই। লটিয়াবনী ও নিত্যানন্দপুর অঞ্চল কৃষক কল্যাণ সমিতির তরফে ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ, পারিপার্শ্বিক পরিবেশ দূষণ রোধ প্রভৃতিসহ নয় দফা দাবি নিয়ে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি গেটের সামনেই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

কৃষকদের অভিযোগ, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পদার্থ অর্থাৎ ছাই কখনো উড়ে গিয়ে বা কখনো জলের মাধ্যমে মিশে কৃষকদের জমিতে পড়ছে ফলে তাদের বহু ফসলি জমি অনাবাদি হয়ে পড়ছে, এ নিয়ে  তারা বারং বার ডিভিসি তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করলেও কোন চিরস্থায়ী সমাধান হয়নি। এর আগে ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ দেওয়া হলেও ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কোনরকম ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেই অভিযোগ কৃষকদের। তাই তারা মঙ্গলবার সকাল থেকেই মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি প্রবেশ পথ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। লটিয়াবনী নিত্যানন্দপুর সহ প্রায় ১৬টি গ্রামের কৃষকরা এই বিক্ষোভে সামিল হয়। এদিন বিক্ষুব্ধ কৃষকদের সাথে দেখা করতে আসেন বড়জোড়ার  বিধায়ক অলক মুখার্জি। তিনি বিক্ষুব্ধ কৃষকদের সমস্যার কথা শোনেন এবং কৃষকদের একটি প্রতিনিধি দলসহ তিনি ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনায় বসেন। কিন্তু দীর্ঘ আলাপ আলোচনার পরেও কৃষকদের সমস্যার কোন চিরস্থায়ী সমাধান হয়নি বলেই  কৃষকরা জানিয়েছেন। এছাড়াও তারা তাদের বিক্ষোভ আন্দোলনকে অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ