দেবনাথ মোদক, খাতড়া, ১০ এপ্রিলঃ শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা হল বাঁকুড়ার ইন্দপুরের পতিরডাঙা গ্রামে। বৃহস্পতিবার মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামে ছিল উৎসবের আবহ । এদিন সকালে বার্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মঙ্গল ঘট আনয়ন থেকে যজ্ঞ ও পুজো পাঠের মাধ্যমে মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে উপস্থিত সকলের জন্য পঙ্ক্তিভোজের আয়োজন ছিল। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, প্রায় পাঁচ হাজার মানুষ ভোজনে সামিল হয়েছিলেন। দুটো মন্দির তৈরিতে খরচ হয়েছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কীর্তন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে বলেও উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।


0 মন্তব্যসমূহ