B.K.D News digital

6/recent/ticker-posts

চাকরি হারা শিক্ষকদের প্রতি পুলিশী অত্যাচারের বিরুদ্ধে পথ মিছিল ও বিক্ষোভ


 সোনামুখী, বাঁকুড়া:কসবায় চাকরি হারা শিক্ষকদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়ার সোনামুখী চৌমাথা অবরোধ করে বিক্ষোভ দেখালো নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। এদিন সন্ধ্যা নাগাদ সোনামুখীর রথ তলা থেকে তাদের এই প্রতিবাদ মিছিল শুরু হয় এবং চৌমাথায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে তারা সেখানেই তাদের বক্তব্য রাখেন এরপর মিছিলটি যাই চেলমোড় পর্যন্ত। 


নিখিল বঙ্গ শিক্ষক সমিতির দাবি, যোগ্য শিক্ষকদের যেন চাকরি ফিরিয়ে দেওয়া হয়। এই অবরোধের ফলে বেশ কিছুক্ষণ সোনামুখী শহরে যানজটের সৃষ্টি হয় তবে সোনামুখী থানার পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ